মোঃ ইমরান, বটিয়াঘাটা প্রতিনিধি // ” মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা ” এই শ্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিরসনে জনগোষ্ঠীর দুর্যোগ প্রস্তুতিমূলক সচেতনতা বৃদ্ধির জন্য এক বর্ণাঢ্য র্যালী ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হয়েছে ।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, বটিয়াঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, জি এম মিলন গোলদার, জাকির হোসেন লিটু,মোঃ ওবায়দুল্লাহ শেখ, উপজেলা চেয়ারম্যানের সিএ মোঃ হারুন অর রশীদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য রেলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষীন ও স্থানীয় পরিষদ মাঠে অগ্নিকাণ্ড নিরোধ কল্পে এক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের বটিয়াঘাটা স্টেসন । অপরদিকে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা বেলা সাড়ে ১২ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।