সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনার ডুমুরিয়ায় মুদি দোকানী বিষ্ণু রাহাকে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই মামলার ২ আসামীসহ গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আরো ৭জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।ধৃত আসামীদের আজ শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে,উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ও ডুমুরিয়া বড় বাজার এলাকার মুদি দোকানী বিশু ওরফে বিষ্ণু রাহা কে গত ১৯ ফেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া বাজারস্হ তার মুদি দোকানের ভিতর দূর্বৃত্তরা কুপিয়ে গুরুত্বর জখম ও নগত ২ লাখ ২৫ হাজার টাকা লুট-পাট করে নিয়ে যায়।ওই ঘটনায় বিষ্ণু রাহাকে গুরুত্বত জখম ও অজ্ঞান অবস্হায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।সেখানে সপ্তাহ খানেক সময় ধরে চিকিৎসা শেষে তার অবস্হার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
পরবর্তিতে ওই ঘটনায় গত ২ মার্চ বিষ্ণু রাহার ভাই অরুণ রাহা বাদী হয়ে সাজিয়াড়া গ্রামের বাসিন্দা ও মসলা বিক্রেতা আব্দুল মজিদ সরদার(৪৫)কে এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাত নামাদের আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গত বুধবার দিবাগত রাতে আসামী আব্দুল মজিদকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত আরাজি সাজিয়াড়া গ্রামের বাসিন্দা ও রুটি বিক্রেতা মোশাররফ হোসেন বাবু(৩৪) ও আরাজি ডুমুরিয়া গ্রামের মাছ বিক্রেতা শংকর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।অপর দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে জি,আর ও সিআর মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী বিলপাটিয়ালা গ্রামের খবির শেখ,কাঞ্চনপুর গ্রামের আলমগীর হোসেন,মালতিয়া গ্রামের শাহিনুর রহমান,টোলনা গ্রামের আব্দুর রউফ বিশ্বাস, আফজাল হোসেন বিশ্বাস,সুফিয়া বেগম ও মিনা বেগম কে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশু’র মামলার তদন্তকারি কর্মকর্তা এস,আই হাসান বলেন,ধৃত আসামীদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অধিকতর তদন্তের প্রয়োজনে তাদের তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।