পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর)// সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে আর্থিক সমৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে শুক্রবার (১১ মার্চ ২022) সকালে বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মছিহুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফসার উদ্দীন-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা এবং কপোতাক্ষ সংস্থার পরিচালক শিখা খাতুন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার জনাব মোছাঃ নাসিমা খাতুন, যশোর ও নড়াইল জেলার কালব লিঃ-এর প্রোগ্রাম অফিসার জনাব মোঃ আনিছুর রহমান, যশোর ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কেশবপুর পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক জনাব বি.এম শহিদুজ্জামান (শহিদ), কেশবপুর পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ আলমগীর সিদ্দিকী টিটো।
বক্তব্য রাখেন, সাংবাদিক এস আর সাঈদ, জাকির হেসেন, উদয় শঙ্কর পাইন, আতাউর রহমান, আবু তালেব প্রমূখ। প্রধান অতিথি কালব লিঃ (‘গ’ অঞ্চল) এর ডিরেক্টর জনাব মোঃ আরিফ হাসান অনুষ্ঠান শেষে উপস্থিত হন। সর্বোচ্চ আমানতকারী সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিতোষ কুমার মণ্ডলসহ বিশেষ অতিথিদের প্রীতি উপহার প্রদান করা হয়।
কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মছিহুর রহমান তাঁর প্রারম্ভিক বক্তব্যে বলেন,ফেব্রুয়ারি-২০২২ পর্যন্ত সমিতির সদস্য ৪৭৬ জন। তিনি সমিতির সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। পরিশেষে সভায় উপস্থিত সকল পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গের সুস্বাস্থ্য, মঙ্গল কামনা এবং সকলকে সমবায়ী শুভেচ্ছা জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।