শেখ নাসির উদ্দিন, খুলনা // তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের আয়োজনে আজ শনিবার (১২ মার্চ) বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অতি সত্ত্বর দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবী জানানো হয়।
বক্তারা বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র দুর্বল হওয়ার সবকিছুই অনিয়ন্ত্রিতভাবে চলছে যার ফলে তেলসহ সকল প্রকার দ্রব্যমূল্য সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে। অনতিবিলম্বে সরকারের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয় এ মানববন্ধনে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মাওলানা আব্বাস আমিন, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার , প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব সফিউল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন মল্লিক, মোঃ আল-আমিন, মোঃ আলম শিকদার, মোস্তফা বাঙালি, শ্রমিক আন্দোলনের আবুল কালাম আজাদ, যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্র আন্দোলনের ফরহাদ হোসেন মোল্লা, মেহেদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা, আব্দুল্লাহ সজল প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।