খুলনার খবর// খুলনার ফুলতলার জামিরায় গতকাল শুক্রবার ১১মার্চ বিকেলে মটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক অনুজ কুমার মন্ডল (৩২) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইক চালকসহ আরও ৪ ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা যায়,গতকাল শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুরের সুনিল মন্ডলের পুত্র অনুজ কুমার মন্ডল এবং খোকন চন্দ্রের পুত্র অনুপ চন্দ্র (৩২) মটরসাইকেল যোগে ভবদা থেকে জামিরা বাজারে আসছিলেন। জামিরার শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীতমুখী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মটরসাইকেল চালক অনুজ কুমার মন্ডল ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী অনুপ (৩২), ইজিবাইক চালক ডুমুরিয়ার সিরাজুল ইসলামের পুত্র আব্দুল্লাহ (২৫), যাত্রী ফুলতলার রফিকুল মোল্যার পুত্র কাদির মোল্যা (১৭) ও বিল্লাল মোল্যার পুত্র নাঈম মোল্যা (১৭) গুরুতর আহত হলে তাদেরকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এবং আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফুলতলা থানার এসআই মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন,তিনি বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।