খুলনার খবর// ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা আবন মণ্ডল (৪২) কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়ায় এঘটনা ঘটে। নিহত আবন ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও খাজুরা গ্রামের সালামত মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবন দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে মিঠুর ফার্মেসীতে এসে ওষুধ নিয়ে নিজ বাড়িতে ফিরছিল।এ সময় খাজুরা বটতলা জোয়ার্দ্দার পাড়া এলাকায় পৌছানো মাত্রই আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা একই এলাকার মঙ্গল, জাহিদ ও ছোটনসহ বেশ ক’জন প্রতিপক্ষ তাকে গতিরোধ করে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।