পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর // কেশবপুরের বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ে ট্রাস্টের যজ্ঞভূমিতে দেবালয়ের ভক্তবৃন্দদের সার্বিক পরিচালনায় শ্রী শ্রী মহানাম সংকীৰ্ত্তন শণিবার (১২ই মার্চ) থেকে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীৰ্ত্তন-এর মঙ্গলবার (১৫ই মার্চ) ছিল চতুর্থ দিন। এ উপলক্ষে পাইকগাছা, সাতক্ষীরা, কলারোয়া, খুলনা, যশোরসহ বিভিন্নস্থান থেকে হাজারো ভক্তের ঢল নেমেছিল দেবালয়ে।
মহানাম সুধা পরিবেশনায় করেছেন, খুলনার প্রতিত পাবন সম্প্রদায়, গোপালগঞ্জের সত্য সনাতন সম্প্রদায়, খুলনার কৃষ্ণ গোপাল সম্প্রদায়, খুলনা বটিয়াঘাটার শ্রী অদ্বৈত সম্প্ৰদায়, খুলনার নিত্যানন্দ সম্প্রদার, বালিয়াডাঙ্গা দেবালয়ের বানেশ্বর সম্প্রদায়। ১৬ই মার্চ ২০২২ ইং, বুধবার শ্রীশ্রী ঠাকুরের পূজা, দধিভঙ্গ ও ভোগ মহোৎসব। অধিবাসন পরিচালনায় ছিলেন, শ্রী অপরূপ গৌরকিশোর দাস বাবাজী।
উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ কমিটির নেতৃবৃন্দ, যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্র্যাস্টের সহকারী প্রকল্প পরিচালক চৈতী মহলদার, ফিল্ড সুপারভাইজার মানবেন্দ্র মন্ডল, অনিমেষ কুমার ঘোষ, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রচার সম্পাদক পলাশ মল্লিক বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ দুলাল বসু, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ হালদার, সাধারণ সম্পাদক আশুতোষ কুমার হালদার, চুকনগর ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যাপক ও কবি হাশেম আলী ফকির প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।