খুলনার খবর// খুলনার ডুমুরিয়ায় গৃহবধূ পারভীন বেগমকে হত্যা মামলায় তার প্রাক্তন স্বামী লিটন মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি এম ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০২১ সালে ১৫ জুন এ হত্যার ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম আসামী লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। ২০১৬ সালে বিয়ের কিছুদিন পরই তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে।হত্যার এক সপ্তাহ আগে লিটন মোল্লাকে তালাক দেয় পারভীন। এতে ক্ষিপ্ত হয়ে ১৫ জুন রাতে পারভীনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে লিটন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় পারভীনের বড় মেয়ে নুরজাহান বেগম বাদী হয়ে লিটন মোল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
একই বছর ৩০ আগস্ট ডুমুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হামিদুল ইসলাম ওইঘটনায় লিটনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।