পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর)// কেশবপুর কুঠিবাড়ী সর্বজনীন মহাশ্মশান যজ্ঞভূমিতে ভক্তবৃন্দদের সার্বিক পরিচালনায় অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম সংকীৰ্ত্তন শুক্রবার (১৮ই মার্চ) থেকে শুরু হবে।
বুধবার(১৬ মার্চ ২০২২ ইং) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় পদাবলী কীর্তন, পরিবেশনায়-সুবোধ মোহন দাস, রাধা গোবিন্দ সম্প্রদায়, মণিরামপুর, যশোর। মধ্যরাতে ১২.০১ মিনিটে ঘট স্থাপন ও শ্রীশ্রী কালী পূজা, পৌরহিত্য করবেন-শম্ভু চক্রবর্ত্তী।
বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় মায়ের হোমযজ্ঞানুষ্ঠানের পৌরহিত্য করবেন-শ্রদ্ধেয় শ্যামল সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, ধর্ম মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পুরোহিত হিসেবে উপস্থিত থাকবেন-প্রবল ব্যানার্জী ও শম্ভু চক্রবর্ত্তী।
সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্তন। অধিবাস কীর্ত্তণ পরিবেশনায়-নব শিশু গোপাল সম্প্রদায়, কেশবপুর, যশোর। কীর্তনীয়া: গোলক চন্দ্ৰ অধিকারী।
শুক্রবার- অরুণোদয় হতে অষ্ট প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তণ ও তৎপরবর্তী প্রভাতে কুঞ্জভঙ্গ।
শনিবার নগর কীর্তন, মধ্যাহ্নে ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ। সেবায়েত থাকবেন-মোহন লাল গোস্বামী।
নাম পরিবেশনায় থাকবেন-যশোরের মদন মোহন সম্প্রদায়, ফুলতলা, খুলনার জয় মা সম্প্রদায়,
অভয়নগরের কেশব ভারতী গোসাই সম্প্রদায়,
তালার আদি নিত্যানন্দ সম্প্রদায়, সাতক্ষীরার গুরু শিষ্য সম্প্রদায় ও কেশবপুরের নব শিশু গোপাল সম্প্রদায়।
ছবিঃ
১৬/০৩/২২
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।