প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // ভোক্তার অধিকার রক্ষা করতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির কার্যক্রম অব্যাহত রাখা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মূল্য তালিকা টানানো, পাকা মেমোর ব্যবহার নিশ্চিত করাসহ জনসাধারণের মাঝে সচতেনতা সৃষ্টি করার ব্রত নিয়ে অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে।
অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শংকর কুমার দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।