মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি// জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, হরিচাঁদ- গুরুচাঁদ ঠাকুর সমাজ সংস্কারক হিসেবে অজ্ঞ ও নিষ্পেষিত সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা চালু করে । পাশাপাশি নামামৃত ও মতুয়া দর্শন প্রচার মাধ্যমে সমাজের সামাজিক শিক্ষা ও ধর্মীয় জ্ঞান লাভে সঞ্চার ঘটিয়েছিলেন। যা সমাজের নিষ্পেসিত, বঞ্চিত সাধারণ মানুষদেরকে সঠিক পথে চলার আজও অনুপ্রেরণা যুগিয়ে চলেছে। এমনকি তিঁনি সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য কাজ করে হরিনামামৃত মতুয়া দর্শন অতি সহজেই ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি অসাম্প্রদায়িক সরকার। যে কারনে যাঁর যাঁর ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছে বলেই কোন প্রকার বাঁধা-বিঘ্ন ছাড়াই এ দর্শণ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তিনি গতকাল শুক্রবার বিকাল ৫ টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের স্থানীয় গুপ্তমারী শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের ১৭৬ তম জন্মজয়ন্তী ও মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য শ্রীশ্রী সুব্রত ঠাকুর । সমাজ সেবক প্রাণ গোপাল বৈরাগীর সভাপতিত্বে ও জেলা মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক অনুপম টিকাদার এবং তুলসী দাস মালাকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও শ্রীশ্রী গুরুচাঁদ স্মৃতি ট্রাস্টের উপদেষ্টা ড.প্রশান্ত কুমার রায, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ- প্রকল্প পরিচালক সরোজ মিস্ত্রী , শ্রীমৎ নিরাপদ গোস্বামী, সাবেক খুলনা বিভাগীয় প্রধান এ্যানেস্থেশিয়া ডাঃ সুধাংশু শেখর মালাকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান বিধান রায় । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কেন্দ্রীয় মতুয়া মহাসঙ্ঘের নেতা রতন কুমার মিত্র, প্রশান্ত কুমার মন্ডল,শান্তি রাম দত্ত, এ্যাডভোকেট সন্দীপ রায়, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, প্রশান্ত কুমার হালদার, ডাঃ তারিনী কান্ত মন্ডল, আ’লীগ রাজ কুমার রায়, গোবিন্দ মল্লিক, বিধান হালদার, নেতা নারায়ন চন্দ্র রায়, শ্রীশ্রী গুরুচাঁদ স্মৃতি ট্রাস্টের উপজেলা সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল, রঞ্জন কুমার মিস্ত্রী, জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান -১ পার্থ রায় মিঠু, ইউপি সদস্য অশোক কুমার মন্ডল, সংরক্ষিত ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক,রানার গ্ৰুপের সভাপতি প্রদীপ হীরা ও সাধারণ সম্পাদক নৃপেন বিশ্বাস, যুবলীগ নেতা বিশ্বজিৎ সরকার,অমরেশ বকসী, গৌতম রায়,হিন্দু যুব-মহাজোটের যুগ্ম-আহ্বায়ক সবুজ মিস্ত্রী,সুপ্রিয় রায়, প্রমূখ । অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মতুয়াচার্য ও মতুয়া ভক্তবৃন্দ উপস্থিত হন।এ সময় ডাঙ্কা বাদ্যযন্ত্র ও উলুধ্বনিতে এলাকা প্রকম্পিত হয়ে উঠে । স্হানীয় ইউনিয়ন পরিদের প্যানেল চেয়ারম্যান পার্থ রায় মিঠুর সভাপতিত্বে ও জেলা মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক অনুপম টিকাদার ও মতুয়া ব্যক্তিত্ব শ্যামল বকসীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শেখ আবু হানিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান বিধান রায় । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক সুশীল কুমার মন্ডল , কেন্দ্রীয় মতুয়া মহাসঙ্ঘের নেতা রতন কুমার মিত্র, এ্যাডভোকেট সঞ্জয় পাল ( এপিপি), এ্যাডভোকেট পলাশী মজুমদার (এপিপি), প্রধান শিক্ষক অজিত চৌধুরী, আ’লীগ নেতা অরিন্দম গোলদার, ইউনিয়ন মতুয়া মহাসঙ্ঘের সভাপতি তুলসী দাস মালাকার, সাংবাদিক সুমন বিশ্বাস, যুবলীগ নেতা বিশ্বজিৎ সরকার,অমরেশ বকসী, হিন্দু যুব-মহাজোটের যুগ্ম-আহ্বায়ক সবুজ মিস্ত্রী প্রমূখ । অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মতুয়াচার্য ও মতুয়া ভক্তবৃন্দ উপস্থিত হন।এ সময় ডাঙ্কা বাদ্যযন্ত্র ও উলুধ্বনিতে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষীন করে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।