খুলনার খবর // খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগরের চাকুন্দিয়ায় নির্মানাধীন কালভার্ট এলাকায় পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪/৫ জন গুরত্বর আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান,খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগরের চাকুন্দিয়ায় নির্মানাধীন কালভার্ট এলাকায় আজ রোববার সকালে পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে প্রাইভেট কারটি সম্পুর্ন দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারে থাকা লোকেরা মারাত্বক আহত হন।স্থানীয়দের সহযোগীতায় ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছেন।তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।