মোঃ ফসিয়ার রহমান “পাইকগাছা(খুলনা) প্রতিনিধি // পাইকগাছার সকল ক্ষেত্রে ভূ-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ বুধবার ২৩ মার্চ সকালে উপজেলা পরিষদের সামনে অ্যাওসেড ও পানি অধিকার কমিটি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কৃষ্ণপদ মন্ডল, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কয়রা পানি অধিকার কমিটির সভাপতি রাজীব কুমার বাছাড়, মাহমুদকাটি জলবায়ু সহনশীল গ্রাম কমিটির সভাপতি মানিক ভদ্র, মাহমুদকাটির গ্রামের ভি.সি.আর.পি.সি সাধারণ সম্পাদক রাজীব গাঙ্গুলী, রামনাথপুর গ্রামের ভি.সি.আর.পি.সি সভাপতি শেখ সাদেকুজ্জামান, অ্যাওসেড‘র পরিচালক মাহবুবুর রহমান, সহকারী সমন্বয়কারী হেলেনা খাতুন, ব্রাক ওয়াশ প্রকল্পের ম্যনেজার মো: রেজাউল করিম। মানববন্ধনটি সঞ্চলনা করেন খুলনা পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি।
মানববন্ধনে বক্তারা পানিকে প্রতিবেশের একটি ‘মৌলিক উপাদান’ বিবেচনায় নিয়ে সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, পানিসম্পদে জনগণের স্বত্ত্ব ও অধিকার নিশ্চিত, ‘পানিসম্পদ ব্যবহার’ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা, বড় বড় পুকুর কেটে তা খাবার পানির সংরক্ষণস্থল তৈরি, জলাবদ্ধতা রোধে নদী, বিল ও বাওড়গুলিকে অবমুক্ত করা, মিঠা পানির আধার সংরক্ষণ,খাস পুকুর ও জলমহল লিজ দেওয়া বন্ধ করে মানুষের খাবার পানির সংকট দূর করার দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।