অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নবনির্মিত বাগেরহাট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। এসময়, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ সভাপতি এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ফরিদউদ্দিন আহমেদ, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. আলতাফ হোসেন, সিনিয়র আইনজীবী প্রফুল্ল চন্দ্র, এ্যাড মিলন ব্যানার্জী, কার্যকরী সদস্য এ্যাডঃ সুমন কুমার সিংহ সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নিজেদের বিভিন্ন সংকট ও দাবি তুলে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সংসদ সদস্য শেখ তন্ময় আইনজীবীদের সংকট ও দাবি পূরণের আশ্বাস দেন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।