নিউজডেস্ক // আজ ২৬ মার্চ। বাঙালির সেই গৌরবদীপ্ত দিন।স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে “খুলনার খবরের”পক্ষ থেকে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকলহ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা।
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এ দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি।২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন।
এরপর দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়।অর্জিত হয় প্রানের স্বাধীনতা।ভাষার জন্য আত্মত্যাগ, যুদ্ধ একমাত্র বাঙালি জাতি করেছিলো।এক সাগর রক্তের বিনিময়ে বাঙালিরা ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
এ দিবসটি উপলক্ষে “খুলনার খবরের” সম্পাদক ইয়াকুব রাজা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “খুলনার খবরের” সকল সম্পাদক, উপদেষ্টা, সাংবাদিকগন ও পাঠক এবং দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। টেকসই উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,লক্ষ প্রাণের বিনিময় আর লাখো মা-বোনের সম্ভ্রমহানিতে অর্জিত এ স্বাধীনতা জাতির জীবনে চির অম্লান হয়ে থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।