মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // আজ সোমবার (২৮ মার্চ) হঠাৎ করেই বেনাপোল স্থলবন্দরে ব্যাপক গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ।
বেনাপোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জনেরও বেশী ।এঘটনায় বেনাপোল স্থলবন্দরে দুপুর ১’টার পর থেকে পণ্য আমদানি-রপ্তানি ও পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।
দু’পক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দরে এখন থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ী বৃন্দদের ভেতর ভীতি ও আতংক কাজ করছে । দু’পক্ষের সংঘর্ষ টানা দু’ঘণ্টার বেশি অতিবাহিত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা শুরু করে।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছেন। তিনি আরো বলেন দু’পক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত ৭০’টির ও বেশি বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত দুই ব্যক্তি পুলিশের হেফাজতে আছে।পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে ইংলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে দোষী ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।