ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি // আজ মঙ্গলবার ২৯ মার্চ বেলা সাড়ে ১১টায় বটিয়াঘাটায় নবাগত সাবরেজিষ্টার মোঃ মোহায়মেনুল রহমান যোগদান করেছেন। জেলার সর্বোচ্চ রাজস্ব আদায়ের একমাত্র প্রতিষ্ঠান বটিয়াঘাটা সাব রেজিষ্ট্রি অফিসে গত ২০ মার্চ বরিবার সাব রেজিষ্ট্রার বিজয় কৃষ্ণ বসু অন্যত্র বদলী জনিত কারনে উক্ত পদটি শুন্য হয়। তার পর থেকে দীর্ঘ ১০ দিন যাবৎ উক্ত প্রতিষ্ঠানে অন্য কোন সাব রেজিষ্ট্রার যোগদান না করায় সাধারন জমির ক্রেতা—বিক্রেতা একদিকে যেমন বিরম্বনার মধ্যে পড়েছিল, অন্যদিকে সরকারও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল।
কতৃর্পক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আজ জেলার ফুলতলা উপজেলা সাব—রেজিষ্ট্রার মোঃ মোহায়মেনুল রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে দায়িত্ব অর্পণ করেছেন বলে জানিয়েছে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস।
তিনি আজ যোগদান করে এজলাসে বসে অত্র অফিসে কর্মরত দলিল লেখক সমিতি ও নকল নবীস সদস্যাদের সাথে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ ব্যাপারে সাব রেজিষ্ট্রার মোঃ মোহায়মেনুল রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে কতৃর্পক্ষ অতিরিক্ত দায়িত্ব হিসেবে বটিয়াঘাটা সাব—রেজিষ্ট্রি অফিসের দায়িত্ব দিয়েছেন। আমি সকল জমির মালিক, ক্রেতা—বিক্রেতার স্বার্থ রক্ষা করে সঠিক কাগজ পত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে দলিল রেজিষ্ট্রি কার্যক্রম সম্পাদন করব।
তিনি এ ব্যপারে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,মোঃ ইমরান, সাব রেজিষ্ট্রি অফিসের পেশকার মোঃ ফারুক হোসেন, দলিল লেখক যথাক্রমে, মোঃ আমিনুর ইসলাম, আলহাজ্ব মোঃ হালিম আঁকুঞ্জী, নন্দলাল মহলদার, পরমান্দ মিস্ত্রী, অনুজ গোরদার, সহ দলিল নকল নবীস নেতা প্রসাদ প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।