সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ৭সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী রায়ের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন- তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ ও পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন। খালাস পাওয়া চারজন হলেন- গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নাথপুর গ্রামের মাসুদ, মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার ও কালা মুন্সি।
এর আগে ২০১৬ইং সালের ৩০ আগস্ট লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ আসামির ফাঁসির রায় দেন বিচারিক আদালত। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এই রায় দেন। ২০০৩ইং সালের ৮/০৩/২২ইং রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।