মোঃ ইয়াকুব রাজা // ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলার প্রতিবাদে খুলনায় চলা ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।খুলনা জেলা প্রশাসন, শ্রমঅধিদপ্তর ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে এ সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
নগরের খালিশপুর এলাকার কাশিপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন নেতাদের সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রম অধিদপ্তরের প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়।এ সভায় প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকনেতা আল আমিনের ওপর হামলাকারীদের বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। কর্মবিরতি স্থগিতের ফলে শ্রমিকেরা আজ বুধবার (৩০ মার্চ) থেকে আবারও তারা কাজে ফিরবেন।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী খুলনার খবরকে বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে, এমন আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করেছি। আমাদের কর্মবিরতি কর্মসূচি একেবারে প্রত্যাহার নয়, স্থগিত করা হয়েছে।শনিবারের মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে রোববার থেকে আমরা আবার কর্মবিরতিতে যাব।
উল্লেখ্য, গত সোমবার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনকে কুপিয়ে আহত করে একদল দুর্বৃত্ত। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সোমবার রাতে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।