এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা // বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের পারিবারিক কলোনীতে মারপিট করে রক্তাক্ত জখমের ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃক গঠিত চার সদস্যের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্তে ইমাম হোসেন আকনের স্ত্রী সালমা বেগমকে মরাপিট করে রক্তাক্ত জখম করার কোন প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে সালমা বেগম কর্তৃক করিম শেখকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম এবং তার ছেলে দেলোয়ারের চোখে আঘাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে উল্টো করিম শেখসহ ঘটনার প্রত্যক্ষদর্শী ৫ জনকে আসামী করে খানজহান আলী থানায় মামলা করে।
বাদামতলাস্থ বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের সংরক্ষিত আবাসিক কলোনীতে কর্মচারীদের মধ্যে মারপিটের ঘটনায় আদালতে মামলা করেন ফ্যাক্টরীর কর্মচারী ইমাম হোসেনের স্ত্রী সালমা বেগম। এ ঘটনায় মো. করিম শেখ, মো. ইমাম হোসেন আকন এবং শেখ আনোয়ার হোসেনের পাল্টাপাল্টি অভিযোগে কর্তৃপক্ষ ফ্যাক্টরীর মহাব্যবস্থাপক(রক্ষণাবেক্ষণ ও নির্মাণ) মো. আলাউদ্দিন আল আজাদকে আহবায়ক এবং ব্যবস্থাপক(উৎপাদন পরিকল্পনা) মো. মাহমুদুল আলমকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। খানজাহান আলী থানার এসআই মো. মেহেদুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মামলার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফ্যাক্টরী কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন ২৩ মার্চ জমা দিয়েছেন। তদন্তে ঘটনার সময় উপস্থিত ৭জন ব্যক্তির স্বাক্ষগ্রহণ করেন। তদন্তে উঠে এসেছে গত ২৪ ডিসেম্বর ২১, রাতে তুচ্ছ ঘটনায় ইমাম হোসেন আকনের ছেলে ও করিম শেখের ছেলের মধ্যে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে করিম শেখের পুত্র দেলোয়ার চোখে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়। এই ঘটনা জানতে চাওয়ায় ইমাম হোসেন আকনের স্ত্রী মোসা সালমা বেগম লোহার রড দিয়ে করিম শেখের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়। এ সময় ইমাম হোসেন আকনের স্ত্রী সালমা বেগমকে আঘাত করে রক্তাক্ত জখম করার কোন প্রমাণ পাওয়া যায়নি। সালমা বেগমের জখমের বিষয়টি তার ছেলে কাছে থাকা লাঠি টানাটানির সময় সামলা মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারে বলে তদন্ত কমিটি উল্লেখ করে।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বলেন শেখ আনোয়ার হোসেন কর্তৃক সালমা বেগমের পেটে ও পিঠে লাথি মারার কোন প্রমান পাওয়া যায়নি। কেবল শিল্প লিমিটেড কর্তৃত গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রণ করা যেতে পারে বলে মন্তব্য করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।