বটিয়াঘাটা প্রতিনিধি // বাংলাদেশ পুলিশ বাহিনীর মুজিববর্ষ উপলক্ষ্যে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ।
উক্ত অনুষ্ঠান বাস্তববে রূপদান দিতে বটিয়াঘাটা থানা পুলিশ আজ রবিবার সকাল ১০ টায় স্থানীয় থানা চত্বরে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করে।পুলিশ বাহিনীর সদস্য,সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে রানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল’র সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, ওসি (তদন্ত) মোহাম্মদ জাহেদুর ইসলাম,ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়, মোঃ জাকির হোসেন লিটু, আসলাম হালদার, শেখ আসাবুর রহমান আসাব,থানার সেকেন্ড অফিসার এসআই প্রদ্যুৎ রায়,এসআই যথাক্রমে মোঃ নূর ইসলাম, আব্দুল আজিজ, মোঃ মতিয়ার রহমান,অনিস মন্ডল মোঃ এমদাদ হোসেন সহ এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।