বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটায় উত্তম গাইন (৩৫) নামক এক কৃষক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে । সে জেলার পাইকগাছা উপজেলার উত্তর খড়িয়া গ্ৰামের রাজেন্দ্র নাথ গাইনের পুত্র । জানা যায়, মৃত উত্তম দীর্ঘ ২ মাসেরও অধিক দিন ধরে বটিয়াঘাটা উপজেলার বারুইয়াবাদ গ্ৰামের নির্মল বালার পুত্র নিখিল বালার(৩৫) বাড়িতে কৃষি কাজের শ্রমিক হিসেবে কাজ করে আসছে । গতকাল শনিবার নিখিলের তরমুজের খেতে সারের সাথে কীটনাশক মিশিয়ে তা খেতে প্রয়োগ করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করলে এ প্রতিবেদককে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পয়জনিং এর কারনে মারা যেতে পারে । এরিপোর্ট লেখা পর্যন্ত আইনি কার্যক্রম চলমান ছিল ।
মৃত উত্তম গাইন (৩৫)। পিতা রাজেন্দ্র নাথ গাইন সাং উত্তর খড়িয়া, থানা পাইকগাছা, জেলা খুলনা। প্রায় ০২ মাস পূর্ব হতে নিখিল বালা (৩৫), পিতা নির্মল বালা, সাং বারুইয়াবাদ, থানা বটিয়াঘাটা, জেলা খুলনা এর তরমুজ খেতে কাজ করত। সকাল হতে তরমুজ খেতে সার ও কীটনাশক প্রয়োগ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসক এর ধারণা মতে পয়জোনিং এর কারনে মারা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ বা অন্য কোন তথ্য পাওয়া যায় নাই। উক্ত বিষয় সম্পর্কে থানা অবগত ও আইনী কার্যক্রম চলমান। বর্তমানে লাশ বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।