এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা // আজ সকাল ১১ টায় মুজিববর্ষ উপলক্ষে পুলিশের সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ পুলিশে কতৃক গৃহিত দেশের প্রতিটি থানায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক ও গৃহহীনদের জন্য প্রথম ধাপের গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরাসরি গনভবন থেকে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হেল্প ডেস্ক এর মাধ্যমে দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠী যাতে নির্ভয়ে নিঃসংকোচে পুলিশের সেবা নিতে পারবেন,এতেকরে দেশে নিরবে ঘটে যাওয়া অন্যায়-অপরাধ ক্রমশই কমে যাবে।অপরদিকে পুলিশের গতানুগতিক কর্মকান্ড থেকে বেরিয়ে এসে মানবিক পুলিশ হওয়ার যে প্রত্যয় ব্যাক্ত করেছিলেন তারই ধারাবাহিকতায় পুলিশের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে প্রথম ধাপে ৫২০টি গৃহ নির্মান করেন।
অসহায় গৃহহীনদের ঘর নির্মাণ করার মধ্যদিয়ে পুলিশের মানবিকতার পরিচয় দিয়েছেন। উক্ত উদ্ভোদন অনুষ্ঠানে দেশের প্রতিটি থানার ন্যায় দিঘলিয়া থানাও কন্ফারেন্স এ যুক্ত ছিল,দিঘলিয়া প্রান্তে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মোল্লা, ওসি তদন্ত রিপন কুমার সরকার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেন, গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, থানার সেকেন্ড অফিসার এস আই ইয়াসিন আরাফাত সহ সকল সাংবাদিক বৃন্দ, দিঘলিয়া থানার সকল পুলিশ সদস্য বৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।