শেখ নাসির উদ্দিন,খুলনা // খুলনায় এ বছর সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজার দর বিশ্লেষণ করে খুলনা জেলা ইমাম পরিষদ এ ফিতরা নির্ধারণ করেছে।
খুলনা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া এবং প্রচার সম্পাদক মাওলানা মোল্লা মিরাজুল ইসলাম বলেন, খুলনাঞ্চলের বাসিন্দাদের জন্য এবার ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আর কারো কাছে সমস্ত ব্যয়ভার বাদ দিয়ে ৬৫ হাজার টাকা পূর্ণ এক বছর থাকলে তার ওপর জাকাত আদায় করা ফরজ।
ইমাম পরিষদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে সদকাতুল ফিতর ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সঠিকভাবে জাকাত আদায় করার আহবান জানানো হয়।
তিনি আরও বলেন, গত বছরও জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৬০ টাকা টাকা ছিল। নিসাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগেই এই ফিতরা আদায় করতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।