সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুর সদর উপজেলাতে ১৩নং দিঘুলী ইউনিয়নে দিঘলী উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী, নৈশ প্রহরী, ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে ঘুষ বাণিজ্যর অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের নিয়োগ সংশ্লিষ্ট লোকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক বলাই চন্দ্র নাথের বিরুদ্ধে।গত ২৮ মার্চ নিয়োগ পরীক্ষা হলেও পছন্দের প্রার্থীদের থেকে আগেই ২দুই লক্ষ টাকা করে নিয়ে সাজানো নিয়োগ পরীক্ষার আয়োজন করে বলে জানান অন্য প্রার্থীরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন আহম্মেদ বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করেন। এই সুযোগে স্কুলের যাবতীয় কাজে নিজের মর্জি মাফিক করে অনৈতিক সুবিধা আদায় করে আসছেন প্রধান শিক্ষক বলাই চন্দ্র নাথ।
সরেজমিনে পরিদর্শনে গেলে প্রার্থীদের তথ্য প্রদানে গড়িমসি করেন তিনি।
একপর্যায়ে প্রার্থীদের নাম্বার চাইলে তিনি প্রথমে নাই বলেন।
পরবর্তীতে সিভিতে নাম্বার আছে বললেও তিনি অনেকের নাম্বার দিতে অস্বীকৃতি জানান।নিয়োগ বাণিজ্যর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন না পাওয়ার বেদনা থেকে অনেকেই অভিযোগ করতে পারেন। তবে তৃতীয় পক্ষের সাথে লেনদেন হয়েছে বলে তিনি জানান।নিয়োগ পরীক্ষার সদস্য ও লক্ষ্মীর সদর উপজেলা শিক্ষা অফিসার আবু তালেব জানান, নিয়োগ পরীক্ষা হয়েছে, তবে ঘুষ বাণিজ্যর বিষয়টি তিনি শুনেন নি বলে জানান।
বিষয়টি সম্পর্কে জানতে ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন আহম্মদের সাথে যোগাযোগ করা হলে ও তিনি ফোন রিসিভ করেন নি।
এলাকাবাসী জানান, সাজানো নিয়োগ পরীক্ষা বাতিল করে অচিরেই নতুন করে নিয়োগ পরীক্ষার আয়োজন করে ঘুষমুক্ত নিয়োগ প্রদান করতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।