মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি// যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ০২ টি সফল অভিযানে ৩১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তিনজন আসামী গ্রেফতার হয়েছে।
ডিবি যশোরের এস আই মোঃ ইদ্রিসুর রহমান, এসআই নিতাই চন্দ্র দাস,এএসআই মোঃ ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া রেলগেট পশ্চিম পাড়াস্থ জনৈক আফিল উদ্দিনের বাড়ির সামনে মেইন গেটের সাথে পাকা রাস্তার উপর হতে আসামী আনোয়ারা বেগম প্রকাশ আনু(৫৫), পিতা-মৃত আফিল উদ্দিন মোল্লা, স্বামী-মৃত ওলিয়ার রহমান, ২য় স্বামী-চাঁন গাজী, সাং-চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৩,০০০/-টাকা।এ সংক্রান্তে এসআই নিতাই চন্দ্র দাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। ডিবি যশোরের এসআই মোঃ ইদ্রিসুর রহমান, এসআই নিতাই চন্দ্র দাস,এএসআই মোঃ ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ১৮:০৫ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া চেকপোষ্ট গরীবে নেওয়াজ হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। আব্দুল জব্বার ফারুক(৩৯), পিতা-আব্দুল কুদ্দুস মিয়া, মাতা-পারুল বেগম, সাং-রেলগেট পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ২। ফারজানা পারভীন বিউটি(৩৩), পিতা-আব্দুল কুদ্দুস মিয়া, মাতা-পারুল বেগম, স্বামী-শুভ আহমেদ, সাং-রেলগেট পশ্চিমপাড়া, এপি-বেজপাড়া মেইন রোড পাওয়ার হাউজের সামনে, থানা-কোতয়ালী, জেলা-যশোর দ্বয়কে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত মালামালের মূল্য ৬০,০০০/-টাকাএ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।