সরদার বাদশা, নিজস্ব প্রতিনিধি খুলনা // খুলনা ডুমুরিয়া। ১২-৪-২৩ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া ( বিপিএম) যোগদান করেছেন।
নবাগত ওসি গতকাল বুধবার রাত ৮ টায় ওসি শেখ কনি মিয়ার অফিস কক্ষে ডুমুরিয়া বাজার কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ডুমুরিয়া বাজার এর নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। নবাগত ওসির শেখ কনি মিয়া ডুমুরিয়া বাজার এর নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সব ধরনের আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া থানা ওসি তদন্ত মাসুদুর রহমান, ডুমুরিয়া বাজার কমিটির আহ্বায়ক শ্যামল কুমার দাস, যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন বকুল (মেম্বার), শেখ ওমর ফারুক, সদস্য সচিব খান মহিদুল ইসলাম, কার্যকরী সদস্য কবি তুষার দত্ত,ব্যবসায়ী প্রণব কুমার অক্ষয়, সরদার বাদশা জুলফিকার আলী ভুট্টো, তনময় অধিকারী, নিরাপত্তা প্রহরী পক্ষে আব্দুর রহমান বেপারী প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।