শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি // খুলনা বিভাগে এই প্রথম পাইকগাছার গড়ইখালীর হোগলার চকে অনুষ্ঠিত হচ্ছে বজরংবলী পূজা। মহাবলী হনুমানের জন্মজয়ন্তী উপলক্ষে গড়ইখালী ইউনিয়নের সনাতন ধর্মীয়দের উদ্যোগে স্থানীয় উৎসায়ী যুবকদের প্রেরণায় এ পূজা উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা ২ রা বৈশাখ ১৪২৯ সন,গতকাল ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬ টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে ঘোষখালী নদী ঘেষা হোগলারচকে বজরংবলী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । পূজা উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ১৭-১৮ এপ্রিল ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতায রয়েছেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু ও প্যানেল চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, সিঙ্গাপুর প্রবাসী ক’জন যুবক সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। গত ১ সপ্তাহে স্থানীয় প্রতিমা শিল্পী পুলিন কয়াল ও তার দু’ছেলে দীপঙ্কর ও দেবাশীষ কয়াল দিনরাত পরিশ্রম করে ২১ হাত উচ্চঁতা বিশিষ্ট মহাবলী হনুমানের মুর্তি তৈরী করেন। আয়োজকরা জানান, ইতোপূর্বে দেশে প্রথম মাদারীপুরে বজরংবলী পূজা হয়েছিল। আর দ্বিতীয় বারের মতো খুলনার পাইকগাছার হোগলারচকে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ইন্টারনেট থেকে অভিজ্ঞতা নিয়ে স্থানীয় যুবক
অরিষ্টান,নীলয়,মনোজ,প্রদীপ,প্রসেনজিৎ,তুষার,আকাশ,কংকন,রতন, সৌরভ, বরুন,সুজয়,সবুজ, সুজন,উজ্জল,চিন্ময়,দেবপ্রসাদ সহ একাধিক যুবক বজরংবলী পূজার উদ্যোগ গ্রহন করে। কমিটির সভাপতি দুলাল মন্ডল, সম্পাদক লক্মীকান্ত মন্ডল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মানবেন্দ্র নাথ মন্ডল জানান,৩ দিনের এ উৎসবে অতিথি হিসেবে যোগদান করবেন খুলনা-৬(পাইকগাছা -কয়রার)সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,ওসি জিয়াউর রহমান,পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও সম্পাদক বাবু আনন্দ মেহন বিশ্বাস,ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান জিএম আঃ ছালাম কেরু,ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান মনি,গনপূর্ত বিভাগের প্রকৌশলী রাজিব মন্ডল সহ সুধীজনরা উপস্থিত থাকবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।