প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর থানা পুলিশ কর্তৃক মৃত্যুদণ্ডে দন্ডিত একজন ওয়ারেণ্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।আসামী যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের ইন্জিল সরদারের ছেলে মোঃ আব্দুল্লাহ(৩০)।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জনাব মুকিত সরকার, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসান, ভাটপাড়া তদন্তকেন্দ্রের আইসি ইন্সপেক্টর শামসুজ্জোহা এর সার্বিক তত্ত্বাবধানে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) অভিজিৎ সিংহ রায়, অভয়নগর থানার এস আই( নিঃ) শাহ আলম, সাইবার টিমের এএসআই ( নিঃ) আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার আশুলিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামি মোঃ আব্দুল্লাহকে বিশেষ অভিযান পরিচালনা করে আজ ইং-১৭/০৪/২০২২ তারিখ রবিবার দিবাগত রাতে গ্রেফতার করেন।পুলিশসুত্রে জানা যায়,২০০৮ সালে আসামী তার নিজ বাড়িতে নিজ স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে এবং তার বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়, মামলা নং- নাশি ২১১/২০০৮।
উল্লেখ্য, ২০১৯ সালে এই মামলার রায় ঘোষণা হয়। রায় ঘোষণার দিন থেকে সে পলাতক ছিল।আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।