এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা // দিঘলিয়ায় গতকাল রবিবার ১৭ই এপ্রিল বাদ মাগরিব দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী একসভা উপজেলা চৌরাস্তা মোড়স্ত প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে ও যুগ্ম- সাঃ সম্পাদক গাজী জামসেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় ভাচূয়ালি যুক্ত হয়ে দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, দিঘলিয়া প্রেসক্লবের নতুন ভবন নির্মাণ ও প্রেসক্লাবের জায়গা অবৈধ দখলদারত্বের হাত হতে রক্ষা করতে যা যা করা দরকার আমি করবো ।আমি দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ছিলাম আছি থাকবো।
সভায় উপস্হিতি সকল সাংবাদিকের মতামত ও আলোচনার প্রেক্ষিতে সাম্প্রতি দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২)নং সদস্য শেখ মনিরুল ইসলাম ও ৩) নং সদস্য মোঃ একরামুল হোসেন লিপুকে দিঘলিয়া প্রেসক্লাবের কমিটির বাহিরে ‘দিঘলিয়া উপজেলা প্রেসক্লাব ‘নামে নতুন কমিটি গঠন করে সংগঠোন বিরোধী কার্যকালাপ করার দায়ে অভিযুক্ত করে দিঘলিয়া প্রেসক্লাবের গনতন্ত্রের ১৭( ক) ধারা মোতাবেক প্রেসক্লাবের সকল পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়।ভবিষ্যতে তাদের কোন অপকর্মের দায় দিঘলিয়া প্রেসক্লাব কতৃপক্ষ বহন করবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিতি ছিলেন, মোঃ রফিকুল ইসলাম বাবু, ফরহাদ কাদির, ওয়াসিফ উল্লাহ হেসাইনী, কে এম আসাদুজ্জামান,মনিরুল মোড়ল, কিশোর কুমার দে, সালাহউদ্দীন বাবু, মোঃ মনিরুল ইসলাম, এস.এম.শামীম, রানা মোল্লা,তৌহিদ রুপম প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।