বটিয়াঘাটা প্রতিনিধি // আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফললের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নীপা, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে আঃ হাই খান, জীবনান্দ রায়, দীপঙ্কর মন্ডল,দীপন হালদার, মোস্তাফিজুর রহমান সহ প্রান্তিক চাষীবৃন্দ ।
অনুষ্ঠান শেষে উপজেলার ৪৫০ জন জন প্রান্তিক চাষীর মধ্যে উদ্ধোধনী দিনে জলমা ইউনিয়নের ৪০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।