মোঃ ইমরান, বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটায় গুপ্তমারী দাউনিয়াফাঁদ জলমা ও ছয়ঘরিয়া এলাকাবাসীর আয়োজনে গতকাল সোমবার থেকে দুই দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ।
মহা নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি ।
বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী ও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল।
আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রফুল্ল্য কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কৃষ্ণ নন্দী। সার্বিক তত্ত্বাবধানে ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,প্রাণগোপাল বৈরাগী, এ্যাডভোকেট সন্দীপ রায়, ইউপি চেয়ারম্যান বিধান রায়, আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায়, ইউপি সদস্য অশোক কুমার মন্ডল, ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিপুল রায় , ধর্মপ্রাণ ব্যাক্তিত্ব রবীন্দ্রনাথ রায়, গৌতম রায় । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা রাজকুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, অনুতম মিস্ত্রী,বঙ্গবন্ধু ট্রাষ্টের সাধারণ সম্পাদক হিরন্ময় রায়,অনুপম টিকাদার,ধ্রুব বৈরাগী, সাংবাদিক পরাগ রায়, সবুজ মিস্ত্রী,
সুপ্রিয় রায়। অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
আগামীকাল মঙ্গলবার মহা নাম-সংকীত্তনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।