প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদের নবনির্মিত সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিন্টু, জেলা পরিষদ সদস্য (অভয়নগর) পদ প্রার্থী আব্দুর রউফ মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফ হোসেন প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ আব্দুল মুকিত জিলানী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ীসহ সূধীজনেরা। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাসিবুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।