পরেশ দেবনাথ,কেশবপুর, যশোর // কেশবপুর থানা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা-২২৯৯) ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে সুন্দর পরিবেশে ভোট গ্রহন করা হয়। নির্বচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২’শ ৯৫ জন।
যাকজমকপূর্ণ নির্বাচনে সভাপতি শেখ শিপন,সহ-সভাপতি শেখ আমিন উদ্দীন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ- সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রনজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন ও দপ্তর সম্পাদক মকবুল হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দ্বায়িত্বে ছিলেন, প্রিজাইডিং অফিসার সাবেক ব্যাংকার শফিকুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ উদ্দীন মীর।
প্রিজাইডিং অফিসার সাবেক ব্যাংকার শফিকুল ইসলাম জানান, সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রগণ ও ফলাফল ঘোষনা পর্যন্ত কোন সমস্যা হয়নি।
কেশবপুর থানা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক কার্যনির্বাহী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবুল কালাম মিন্টু জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রথম ভোট দাতা ছিলেন, মীর মোঃ আকরাম হোসেন (ভোটার নং ২৭৮)।প্রশাসনিক দ্বায়িত্বে ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ০৭ জন গ্রাম পুলিশ। তারা হলেন, দফাদার মোঃ আবুল হোসেন, গ্রামপুলিশ বজলুর রহমান, শাহাজান গাজী, নাজমা আক্তার, উবায়দুল ইসলাম, সঞ্জয় বিশ্বাস,গোবিন্দ সরকার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।