পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করা প্রাক্তন ছাত্র সুব্রত গাইন ও মধু দাসকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শণিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমান, সদস্য অধ্যাপক জয়দেব বৈরাগ্য, হাবিবুর রহমান, আতিয়ার রহমান, মতিয়ার রহমান, গৌরী মল্লিক, প্রধান শিক্ষক তপন ব্রহ্ম, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, সহকারী শিক্ষক মোঃ নূরুল ইসলাম গাজী, সুকান্ত কুমার বিশ্বাস, অফিস সহকারী আহসান উল্ল্যাহ মোড়ল, পিয়ন হাজের আলী প্রমূখ
সুব্রত গাইন যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়-পাথরা গ্রামের হত দরিদ্র মৎস্যজীবি নারায়ন চন্দ্র গাইন ও গৃহিণী মা জবা গাইনের ছেলে।
মধু দাস যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ছোট-পাথরা গ্রামের ছোট্ট মুদির দোকানদার প্রলয় দাস ও গৃহিণী মা অলোকা দাসের ছেলে। তাদের পারিবারিক অবস্থা মোটেই ভাল নয়।
সুব্রত গাইন ও মধু দাস আবেগে আপ্লূত হয়ে বলেন, আজ আমরা অত্যান্ত গর্বিত। আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ব্রহ্মসহ সকল শিক্ষকের কাছে চির ঋণী। আামদের পিতা-মাতার পক্ষে পড়াশোনার ব্যয়ভার বহন করা হয়তো সম্ভব হবে না। আমাদের জন্য আশির্বাদ করবেন যেন লেখাপড়া চালিয়ে যেতে পারি এবং দেশ ও দশের কল্যাণে কিছু অবদান রাখতে পারি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।