মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা// পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে গত দুই দিনে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ৭ জনকে আটক করেছে। আটককৃতদের শুক্রবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানাগেছে, গত বৃহষ্পতিবার ও শুক্রবার পাইকগাছা থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ৭ পরোনা ভুক্ত আসামিকে আটক করে। তারা হলেন, সোলাদানা ইউনিয়নের ইনছার গাজীর ছেলে ছালাম গাজী(৩৫), পৌর সদরের শাহাআলম সরদারের ছেলে নাজমুল সরদার(২২), ঈদ্রিস সরদারের ছেলে আল-নোমান(২০), চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের রশিদ সরদারের ছেলে আল-আমীন সরদার, (২২)একই ইউনিয়নের কালীদাশপুর খালেক মোড়লের ছেলে ইমরান মোড়ল(২৬) কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের নেছার বিশ্বাসের ছেলে ইকতিয়ার বিশ্বাস (৩৬) একই এলাকার শহর আলী মোল্যার ছেলে আবুল কালাম মোল্যা(২৫)কে আটক করে। তারা প্রত্যেকে বিভিন্ন মামলার পরোনা ভুক্ত আসামী।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত দুইদিনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার সকালে তাদেরকে আইনি প্রকৃয়া শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।