মোঃ জসিমউদদীন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোর শহরের বস্তাপট্টি মোড়ে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে।
তবে পুলিশ ও সপ্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন,মোটরসাইকেলে থাকা দুজনেই নেশাগ্রস্থ ছিলেন।নেশাগ্রস্থ অবস্থায় আলামিন মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।ফলে এ দূর্ঘটনা ঘটে।নিহত আল আমিন যশোর সদর উপজেলার কুয়াদা জামজামি গ্রামের আইয়ুব আলীর ছেলে।ওই মোটরসেইকেলে থাকা আরেকজন আরোহী আহত তূর্য একই এলাকার আতাউর রহমানের ছেলে।তারা হিরোহোন্ডা কালো রঙের একটি মোটরসাইকেল যোগে মনিহারের দিকে যাচ্ছিলেন।বস্তাপট্টি মোড়ে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। বাসের সামনের চাকা মোটরসাইকেলের উপর উঠে যায়।
স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আল আমিনকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে গুরুতর অবস্থায় তুর্যকে হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এবং মোটরসাইকেল ও বাসটি জব্দ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।