গোলাম রাব্বি,ফকিরহাট // খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামনগর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৮ মে) সকালের দিকে বিশ্বরোডের পাশে ফকিরহাট বাসস্ট্যান্ড থেকে ৫০ গজ পিছনে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। স্থানীয়রা ফকিরহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশের ফরেনসিক বিভাগ লাশের পরিচয় এবং হত্যার মোটিভ উদ্ধারে কাজ করছে।
থানা পুলিশ ও স্থানীয়দের ধারণা মতে,গতকাল শনিবার রাতের যেকোন এক সময় দুষ্কৃতকারীরা শ্বাস রোধ করে হত্যার পর উক্ত এলাকায় ফেলে রেখে যায়। লোকটির পরনে টি-শার্ট ও লুঙ্গি ছিল।এরিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।