সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।গত শনিবার (৭মে) বিকেলে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাসাবাড়ির সিকদার রাস্তার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় লোকজন আহত মো. সোহেল,মিলটন সরকার, জাকির হোসেন ও মোশাররফ হোসেনসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, ঘটনার সময় রায়পুর থেকে ঢাকার উদ্দেশ্যে চেয়ারকোচ ঢাকা এক্সপ্রেস ছেড়ে আসে। এসময় বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহণের একটি বাস ঘটনাস্থল আসলেই দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ যাত্রী ও পথচারী আহত হন।
আহত যাত্রী মোশাররফ হোসেন বলেন, হঠাৎ করে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আনন্দ বাসের চালকের আশঙ্কাজনক অবস্থা। বাসে যাত্রী কম ছিল।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বাস দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।