নিউজ ডেস্ক // যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির সহকারী চিকিৎসক মনজুর হোসেন।
তিনি বলেন, ‘সাকিব আল হাসান গতকাল সকালে দেশে ফিরেছেন। কোভিড প্রটোকল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার টেস্ট জরুরি ছিল।তাই সকালে তার কোভিড টেস্ট করানো হয়েছিল।এবং রাতে আমরা রিপোর্ট পেয়েছি। কোভিড টেস্টে তার পজিটিভ এসেছে।এখন তিনি বাসায় আইসোলেশনে আছেন।
প্রথম টেস্টে সাকিবের খেলার কোনো সুযোগ নেই জানিয়ে মনজুর বলেন, বিসিবির কোভিড প্রটোকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে পাঁচ দিন আইসোলেটেড থাকতে হবে। সেক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ। আর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট সেদিন থেকেই শুরু।
উল্লেখ্য,ঢাকা প্রিমিয়ার লিগ শেষে পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়ে গেলেও তিনি অতিরিক্ত দুদিনের ছুটি নিয়েছিলেন।আগামিকাল ১২ মে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করার কথা ছিল তার। কিন্তু কোভিডের ধাক্কায় তার মাঠে ফেরা পেছাল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।