খুলনার খবর // ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে খুলনা সিটি কর্পোরেশন এলাকার খালিশপুর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খুলনা সদর থানা এলাকাসমূহে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম আগামী ২০ মে থেকে শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত। এবং ভোটার নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা) আগামী ১০ জুন শুরু হবে।
২০০৭ সালের পহেলা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরও নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে।
নতুন ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় যেসকল কাগজপত্র লাগবে :
পিএসসি/জেএসসি/এসএসসি পাশের শিক্ষা সনদ, অনলাইন জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি, বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, বিদ্যুৎ বিল/হোল্ডিং ট্যাক্স/পানির বিল/ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার প্রত্যয়নপত্র, পাসপোট/ড্রাইভিং লাইসেন্স/টিন সার্টিফিকেট (যদি থাকে) এর কপি।
ভোটার নিবন্ধনের সময় দেয়া তথ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর তথ্য হিসেবে সংরক্ষিত থাকবে। তাই সঠিক তথ্য দিয়ে ভোটার নিবন্ধন ফরম পূরণ করতে হবে।
ইতোপূর্বে ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে থাকলে এবং যদি তার কোন তথ্য বা কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তির কাছে না থাকে, তবে যেকোন জেলা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।