মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা // পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপিতে সরকারি পুকুরের মাছ মেরে নেয়া, ভয়ভীতি দেখানো সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার গদাইপুর ইউপির ৭নংওয়ার্ড সদস্য শেখ হারুন আর-রশীদ হিরু ও ৮নং ওয়ার্ড সদস্য আনিছুর রহমান লিখিত বক্তব্য বলেন, সরকারী পুকুরে মাছ মারা কে কেন্দ্র করে গদাইপুর গ্রামের মৃত্যু দাউদ কারিকরের পুত্র সাবেক মেম্বার জবেদ আলী,শেখ আতাউর রহমান, কাজল ও মিজানুর রহমান টুটুল আমাদের নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করেছে এবং জীবন নাশের হুমকির প্রতিবাদে অত্র সাংবাদিক সম্মেলন করছি। তিনি বলেন সাবেক ইউপি সদস্য জবেদ আলী পিন, ম্যাগনেট ব্যবসা, চাঁদাবাজি সহ রাষ্ট্র ও সমাজ বিরোধী কর্মকান্ডের একাধিক মামলার আসামি। ইউপি সদস্য থাকা কালিন তার নামে অনেক দূর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে তার সহযোগী সাবেক মেম্বার শেখ আতাউর রহমান একজন জুয়াড়ি, টক্কি, গুুইসাপ ব্যবসায়ী। আনিছুর রহমান বলেন উপজেলার গদাইপুর গ্রামে জেলা পরিষদের সরকারি একটি পুকুর আছে জনস্বার্থে পি, এস,এফ স্থাপন করে ও জন সাধারণের জন্য উন্মুক্ত থাকে। যাহা পূর্বে ইজারা দেয়া হতো,পুকুরের আসে পাশের লোকজন পুকুরে মাছ ছাড়ে।
২৩/৪/২২তারিখ পুকুর থেকে মাছ মারছে এমন ঘটনা শুনে আমরা দু-মেম্বর সেখানে যেয়ে দেখে চলে আসি, আমরা কোন মাছ ধরি নাই, চুরির প্রশ্নই আসে না ।এঘটনা আমাদের প্রতিদ্বন্ধী সাবেক দুই মেম্বার, সাবেক শিবির নেতা সহ অন্যদের নিয়ে আমাদের সুনাম সুখ্যাতি ভাবমূর্তি ক্ষুন্ন করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করে আসছে। গত ৯/৫/২২ তারিখ পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এবং থানায় জিডি করেছে বলে প্রচার দেয় যার ফলে আমাদের মানহানি করিয়াছে। চুরির বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর। তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে। আমরা উপরোক্ত দুর্দান্ত প্রকৃতির লোকদের কর্মকাণ্ডে আমাদের জানমাল, সুনাম, সুখ্যাতি এবং নিরাপত্তাহীন হয়ে পড়েছি। আমরা প্রশাসনের নিকট এহেন বিষয়টি তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাই ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।