পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার দুপুরে আশ্বাস প্রকল্পের আওতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পাঁজিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা ও সভাপতিত্ব করেন,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন। প্রকল্প সমন্বয়কারি জনাব রফিকুল ইসলাম-এর সঞ্চলনায় বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা আওয়ামীলীগে সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান,যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, ইউ,পি সদস্য শহিদুল্যাহ সরদার, কিশোর দেবনাথ, সালমা বেগম, ইউ,পি সচিব মিজানুর রহমান, সাংবাদিক প্রতিনিধি কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুব প্রতিনিধি লিটন হোসেন, অভিজিৎ বসু ও আঃ রশিদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন, নার্গিস আরা স্নিগ্ধা, মনোয়ারা পারভীন রুমি, শাহরিয়ার বাবর বাঁধন,আশীষ ব্যানার্জী, সনজিৎ চক্রবর্ত্তী প্রমুখ।
বিকাল ৪ ঘটিকায় পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে জনসচেতনতামূলক পাপেট শো অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।