অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি //মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কচুবুনিয়া গ্রামের খালের উপরে কাঠের তৈরী ব্রিজটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসি। প্রতিদিনই ঝুকি নিয়ে এই ব্রিজটি দিয়ে পারহয় স্কুল ও মাদ্রাসা গামী শিক্ষার্থী সহ অত্র এলাকার লোকজন।ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা আলমগির হোসেন বলেন, এই ব্রিজটির উপর দিয়ে কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কচুবুনিয়া হাফেজিয়া মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত আশা যাওয়া করে। এছাড়া খালের এক পাশে মসজিদ থাকায় অনেক বয়স্ক মুসল্লিদের আসা যাওয়া করতে সমস্যা হয়। তাই দ্রুত এই ব্রিজটি সংস্কার করা প্রয়োজন।
স্থানীয় ইউপি সদস্য ইমরান বিশ্বস বলেন, ব্রিজটি নতূন করে সংস্কার করার জন্য চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি, খুব দ্রুতই ব্রিজটি সংস্কার করার উদ্যোগ নেয়া হবে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ এলাকার লোকজনের চলাচলের সমস্যা হচ্ছে, খুব শিঘ্রই ব্রিজটি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগি করে তোলা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।