সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি // বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে অপহৃত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় আলাউদ্দিন ওরফে আলো (২২) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।গ্রেফতার আলাউদ্দিন বেগমগঞ্জ উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের করিমপুর গ্রামের মনু বেপারী বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে। তাকে নিজ বসতঘর থেকে আটক করা হয়।
আর সেখান থেকেই অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ভিকটিম কিশোরী লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা।
নোয়াখালী র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বৃহস্পতিবার (১৯ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার (১৮ মে) রাতে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করা হয়েছে।পরে অপহরণকারীকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গত শুক্রবার (১৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পৌর প্রাইমারী ট্রেনিং ইনিস্টিটিউটের উত্তর পাশ থেকে ১৬ বছরের ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে আলাউদ্দিন। এই সময় তাকে মো. সালাউদ্দিন (৩০) নামে আরেকজন সহযোগিতা করে। এই ঘটনায় গত বুধবার ভিকটিমের মা লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, অপহরণকারী আলাউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।