প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার অাভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ২৩ মে সোমবার দুপুরে নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার মন্ডল প্রমুখ।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ এপ্রিল থেকে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এবার চালের লক্ষ্যমাত্রা ৭ হাজার ২১২ মেট্রিক টন এবং ধানের লক্ষ্যমাত্রা ১ হাজার ৮৫২ মেট্রিক টন। প্রতিকেজি চাল ৪০ টাকা ও প্রতিকেজি ধান ২৭ টাকা দরে ক্রয় করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।