মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোর পৌর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে সন্ত্রাসীরা কুপিয়েছে।
গত ৩০মে রাত ৮টার দিকে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এই ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষাদর্শী জানান,নাজিরশংকরপুর এলাকায় গতকাল রাতে হত্যার শিকার সন্ত্রাসী আফজাল হত্যাকাণ্ডের রেশ ধরে এ হামলার ঘটনা ঘটেছে। নিহত আফজালের বন্ধু ওই এলাকার সাকিবসহ কয়েকজন আফজালকে তালতলা কবরস্থানে দাফন শেষে জিরো পয়েন্ট মোড়ে কাউন্সিলর বাবুলের উপর হামলা চালায়।এ ঘটনায় এলাকায় ও হাসপাতাল চরম চত্বরে উত্তেজনা বিরাজ করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।