মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর শহরের আর এন রোডের দুইটি দোকানে অভিযান চালিয়েছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
অনুমোদন বিহীন নকল ইঞ্জিন ওয়েল বোতলজাতকরন ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠান মালিকের কাছথেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যশোর ও বিএসটিআই যশোর জেলার কর্মকর্তারা অংশ নেন।র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান জানান তারা জানতে পারেন আর.এন রোডের অনি অটোমোবাইল ও শিহাব এন্টার প্রাইজে নকল মবিল নিজেরাই তৈরী করছেন। এবং তা নিজেরাই বোতলজাত করে বিক্রি করছেন। তারই প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে অনি অটোমোবাইলের মালিক তরিকুল ইসলামের কাছথেকে ১০ হাজার টাকা ও শিহাব এন্টারপ্রাইজের মালিক হামজা হোসেনের কাছথেকে আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।