মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলে মাদক মামলায় দুই নারী মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়াও তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলি এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বেনাপোল থানার ববিতা খাতুন (৪০) ও একই এলাকার নাছিমা খাতুন (৪০)। তবে দু’জনের মধ্যে ববিতা খাতুন পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩১ মার্চ দুপুরে নড়াইলের কালিয়া থানার পেড়লী গ্রামে মকবুল শেখের বাড়ীর পাশে রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।এসময় মাদক কারবারি ববিতার হাতে থাকা ব্যাগ থেকে ২৬ বোতল ও মাদক কারবারি নাছিমার কামিজের মধ্যে থেকে ১৪ বোতল মোট ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের কালিয়ার দিকে যাচ্ছিলেন।
এ ঘটনায় দু’জনের নামে কালিয়া থানায় মামলা দায়ের হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক মামলায় এ রায় ঘোষণা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।