পরেশ দেবনাথ,কেশবপুর // যশোরের কেশবপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার সম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৪ শত ৩২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৭২ কোটি ০৫ লাখ ৮৭ হাজার টাকা এবং উদ্বুত্ত তহবিল দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৪ শত ৩২ টাকা।
বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সমবায় অফিসার নাসিমা আক্তার, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, নির্বাহী প্রকৌশলী হায়দার আলী, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, উন্নয়ন কর্মী সৈয়দ আকমল আলী, অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্যানেল মেয়র-২ শেখ আতিয়ার রহমান, প্যানেল মেয়র-৩ খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, মশিয়ার রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম মোড়ল, কামাল হোসেন খান, জি এম কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া হালিম, আসমা খলিলসহ কেশবপুরের সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।